জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ আগস্ট:
জাতীয় পতাকা ছাপানো মাস্ক বিক্রি করার অভিযোগে দাসপুর বাজার থেকে তিনজন ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল বলেন, আজ বৃহস্পতিবার দাসপুর বাজারে জাতীয় পতাকার রং এবং চক্র ছাপানো মাস্ক বিক্রি করছিলেন ওই তিন ব্যবসায়ী। জাতীয় পতাকা অবমাননার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে জাতীয় পতাকা ছাপানো কয়েকশো মাস্ক।
তিনি জানান, শুধু বিক্রিই নয়, এই ধরনের মাস্ক পরে যারা বাইরে বেরবে তাদের সকলকেই জাতীয় পতাকা অবমাননার দায়ে গ্রেপ্তার করা হবে। তিনি স্মরণ করিয়ে দেন, দ্য প্রিভেনশন অফ ইনসাল্ট অফ ন্যাশনাল অনাস অ্যাক্ট ১৯৭১ অনুযায়ী ভারতের জাতীয় পতাকার অবমাননার শাস্তি হিসেবে সর্বাধিক তিন বছর পর্যন্ত জেল অথবা জরিমানা অথবা দুটোই হতে পারে।