উদয়নারায়ণপুরে দুই দলের অশান্তি, গ্রেফতার ৩ বিজেপি কর্মী

আমাদের ভারত, হাওড়া, ৫ ডিসেম্বর: শুক্রবার ভারতীয় জনতা যুব মোর্চার বাইক মিছিলকে ঘিরে উদয়নারায়ণপুরের রতনপুরে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে অশান্তির ঘটনায় শুক্রবার রাতে আমতা থানার পুলিশ ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল। ধৃতদের বিরুদ্ধে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে। ধৃতদের শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত, তৃণমূলের দুর্নীতির অভিযোগ, বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো সহ একাধিক ঘটনার প্রতিবাদে শুক্রবার ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যেগে রাজ্যজুড়ে বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। সেইমত এদিন বিকেলে উদয়নারায়ণপুরেও বাইক মিছিলের আয়োজন হয়েছিল। বিজেপি নেতাদের অভিযোগ, এদিন মিছিল রতনপুরের কাছে আসতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়, বোমাবাজি করে। ঘটনায় তাদের ৬ কর্মী আহত হয়েছে বলেও দাবি বিজেপি নেতাদের।

যদিও তৃণমূল নেতাদের অভিযোগ, বিজেপির মিছিল রতনপুরের কাছে আসতেই কয়েকজন শশ্মানযাত্রীর সঙ্গে বিজেপি কর্মীদের ঝামেলা বাধে। সেইসময় স্থানীয় তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে গেলে বিজেপি কর্মীরা তাদের মারধর করে এমনকি এলাকায় থাকা বেশ কয়েকটি দোকান ও বাড়ি ভাঙ্গচুর করে। ঘটনায় দুপক্ষ আমতা থানায় অভিযোগ দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *