আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৬ জানুয়ারি: মুর্শিদাবাদের সুতি থানায় দুটি পৃথক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির মশলা ও হেরোইন সহ গ্রেফতার করা হল মোট তিনজনকে।
বৃহস্পতিবার জঙ্গিপুর মহকুমা পুলিশ আধিকারিক প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান, বুধবার রাতে সুতি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মদনা মোড় এলাকায় আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির মশলা উদ্ধার করে। ধৃত নাম জামাল সেখ, বাড়ি সুতি থানার সাদিকপুরের চাঁদামারি এলাকায়। ধৃতের কাছ থেকে দুটো সেভেন এম এম পিস্তল, ৩টি বন্দুক, চার রাউন্ড ৭.৬৫ এম এম গুলি ও সাত কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করা হয়েছে। জঙ্গিপুর মহকুমা বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র ও বারুদ সরবরাহ করত ধৃত ব্যক্তি। সুতি থানার পুলিশ মদনা মোড় এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করে।
অন্যদিকে সুতি থানার খানপুর বটতলা এলাকায় আব্দুর লতিফ ও তিনু দাস’কে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে পাঁচ হাজার মিলি লিটার তরল কোডিন মিক্সচার ও তিনশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।