স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১০ ফেব্রুয়ারি: নদীয়ার তেহট্ট বি আর আম্বেদকর কলেজের শিক্ষা প্রকল্পের কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার তিনজন। জানা যায় ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপের ভুয়ো ফরম জমা করতে আসছে অভিযুক্তরা, এর পরেই হাতেনাতে তাদের ধরে ফেলে কলেজের আধিকারিকরা।
এই প্রকল্পের এক একজন পড়ুয়া প্রায় আঠারো হাজার টাকা করে সরকারি অনুদান পায়। সেই সরকারি অনুদানের অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে এই চক্র সক্রিয় হয় বলে জানা যায়। এ পর্যন্ত ৯৯ টি ফ্রম জমা করেছিল তারা। ধৃতদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বেশ কিছু ভুয়ো সিল, স্ট্যাম্প সরকারি আধিকারিকদের নকল সই করা কাগজপত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এই ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তেহট্ট থানার পুলিশ।

