সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,১৪ জুন: মতুয়া ঠাকুরবাড়িতে গুরুচাঁদ মন্দিরে সোনার গহনা সহ দান বাক্স চুরির ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে চুরির কিনারা করল পুলিশ। গ্রেফতার তিন যুবক। ঘটনার তদন্তে নেমে শনিবার গভীর রাতে উত্তর ২৪ পরগণার গাইঘাটার বনিকপাড়া থেকে ওই তিনকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। উদ্ধার হয় দান বাক্সের কিছু টাকা। ধৃতদের নাম অনুপম রায় (২৩), শান্তনু মণ্ডল (১৮) ও শুভ সমদ্দার (১৯)। ধৃতরা সকলেই গাইঘাটা থানার ঠাকুরনগর বনিক পাড়া ও আনন্দপাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ঠাকুরনগর এলাকার বনিক পাড়া থেকে অভিযুক্ত তিন জনকে আটক করে পুলিশ। পুলিশি জেরায় স্বীকার করেছে তারাই চুরি করেছে। ধৃতদের কাছ থেকে গুরুচাঁদ মন্দির থেকে চুরি যাওয়া প্রণামী বাক্স ও বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে। রবিবার সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে ধৃতদের পেছনে অন্য কারও নির্দেশ আছে কি না তার তদন্ত শুরু হয়েছে।