সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ জুলাই: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে অপহৃতা তিন কিশোরীকে উদ্ধার করলো ইন্দাস থানার পুলিশ।এই অপহরণ কান্ডের মূল চক্রী এক মহিলাকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, দুদিন আগে ইন্দাস থানার নাগাতেঁতুল গ্ৰামের তিন কিশোরীকে মোটা বেতনের কাজের লোভ দেখিয়ে এক মহিলা অপহরণ করে নিয়ে যায়। এরপর ওই কিশোরীদের পরিবারের পক্ষ থেকে ইন্দাস থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে ইন্দাস থানার পুলিশ তদন্তে নামে। এরমধ্যেই তিন কিশোরী বুঝতে পারে যে তাদের অপহরণ করে বাজে কাজে লাগানোর মতলব করেছে। তাদের মালদা স্টেশনে নিয়ে যাওয়ার পর সেখানে তাদের অন্য লোকের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার মধ্যেই এক কিশোরী মালদা স্টেশনের কাছে এক টোটো চালকের ফোন থেকে তাদের পাশের বাড়িতে ফোন করে সব ঘটনা জানায়। এই খবর তৎক্ষণাৎ বাড়ির লোকজন ইন্দাস থানায় জানানোর পরেই থানা থেকে একটি পুলিশের দল মালদা স্টেশনে রওনা দেয়। সেখান থেকে উত্তরদিনাজপুরের কালিয়াগঞ্জ থানার সহায়তায় অপহৃতা তিন কিশোরীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্ৰেপ্তার করা হয় ওই মহিলাকে। আজ ওই মহিলাকে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় বাসিন্দাদের অনুমান, পূর্ব পরিচিতির সুবাদে ওই মহিলা পরিকল্পনা মাফিক অপহরণ পর্ব চালায়। ভালো বেতনের লোভ দেখিয়ে সে অপহরণে সফল হলেও শেষরক্ষা হলো না। ওই মহিলা একটি অপহরণ চক্রের সাথে জড়িত বলেই তাদের ধারনা।

