আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৪ নভেম্বর : তমলুক শহরে বিজেপির উদ্যোগে অগ্নিমিত্রা পাল এর নেতৃত্বে মাতৃশক্তির হুংকার পদযাত্রা ও জেলাশাসকের দপ্তর ঘেরাও কার্যক্রমে যোগ দিলেন কয়েক হাজার মহিলা। বিক্ষোভ মঞ্চ থেকে অগ্নিমিত্রা পাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সরকারকে তীব্র আক্রমন করেন এবং আগামী নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করে বিজেপির জয়ের জন্য আহ্বান জানান দলীয় কর্মীদের।
পূর্ব মেদিনীপুরের সদর শহর তমলুকের মানিকতলা থেকে জেলাশাসকের অফিস পর্যন্ত বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে মাতৃশক্তির হুংকার পদযাত্রায় যাত্রায় যোগ দেন পুরুষ কর্মী সহ কয়েক হাজার মহিলা কর্মী সমর্থক। মিছিলে যোগদান কারী কর্মী-সমর্থকদের মধ্যে মহিলাদের সংখ্যা চোখে পড়ার মতো বেশি।
মিছিলের শেষে জেলাশাসকের দপ্তরে সামনে জেলাশাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ সভা করেন বিজেপি নেত্রীরা। বিজেপির এই কর্মসূচির ফলে তমলুক শহরের জেলাশাসকের অফিস সহ নিমতলা থেকে মানিকতলার বাস রাস্তা প্রায় ঘন্টা তিনেকের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে।
বিক্ষোভ সভা মঞ্চ থেকে অগ্নিমিত্রা পাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ধর্ষণের সরকার, চোরেদের সরকার বলে অভিহিত করেন। তিনি বলেন, এ রাজ্যে মহিলাদের কোনও নিরাপত্তা নেই। ধর্ষণকারীদের শাস্তি হয় না এ রাজ্যে। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ সেই সরকারের নৈতিক ভাবে থাকার কোনও অধিকার নেই।
আম্ফানের টাকা থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের দেওয়া চাল ও আবাস যোজনার টাকা সবই চুরি হয়ে যায় এই সরকারের আমলে।
অগ্নিমিত্রা বলেন, মোদি সরকারের দেওয়া স্বাস্থ্য, শিক্ষা, কৃষি থেকে শুরু করে বিভিন্ন সুযোগ-সুবিধা এ রাজ্যের মানুষ পায় না তৃণমূল সরকারের বিরোধিতায়। তাই তিনি বলেন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে এ রাজ্য থেকে উৎখাত করে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে, রাজ্যের উন্নয়নের স্বার্থে।