Suvendu on Mamata, পশ্চিমবঙ্গের হাজার হাজার গ্রাম হিন্দু শূন্য করেছে মমতা, সরব শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, ২০ জানুয়ারি: পশ্চিমবঙ্গে গ্রামের পর গ্রাম হিন্দু শূন্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে দলীয় সভা থেকে এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল গুন্ডা, পলাতক নেতা শেখ শাহজাহানকে এই কাজে যুক্ত বলেও দাবি করেছেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, “পয়লা জানুয়ারি আমি বসিরহাটে গিয়েছিলাম‌। ওখানেও মাঠ দেয়নি। রেলের মাঠে সভা করেছি। আমি শাহজাহানের খাপটা খুলে দিয়েছিলাম। সমস্ত হিন্দুদের কাছ থেকে ১৪২ বিঘা জমি জোর করে নিয়েছে। এই শাজাহান সন্দেশখালি, হিঙ্গলগঞ্জের বড় অংশকে হিন্দু শূন্য করেছে। কবে জাগবেন? ঘুমাচ্ছেন তো আপনারা। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ৯০০০ গ্রামকে হিন্দু শূন্য করেছে চোর মমতা ও তার চোর বাহিনীরা।”

মুসলিমদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, “মুসলিম ভাই, বন্ধুদের আমি বলব লাইন দিয়ে ভোট দিয়েছিলেন মমতাকে ২০২১ সালে। ১০০ টা মুসলমান ভোটের, ৯১টা পেয়েছে চোর মমতা। ভয় দেখিয়েছিল এনআরসির। ভয় দেখিয়েছিল বিজেপি এলে তাড়িয়ে দেবে আপনাদের, কিন্তু বলুনতো ১৮টা রাজ্যে এনডিএ সরকার, একটাও মুসলমানকে তাড়িয়েছে? শুনে রাখুন সংখ্যালঘু ভাইয়েরা, ডায়মন্ড হারবারে ৩৮ শতাংশ মুসলিম ভোটার, তাই ভাইপো ওখানে দাঁড়ায়। আপনাদের টুপি পরানোর জন্য। আপনারা বলুন, ২১ সালে ভোট দেওয়ার পরে কী কী পেয়েছেন? বাগনানের আমতায় আনিস খানকে ধাক্কা দিয়ে খুন করেছে।তারপর রামপুরহাটের বগটুইয়ে মুসলিম মহিলা শিশুদের, আমডাঙার বিস্ফোরণ মমতা যায়নি, আমি গেছি। এখানেও জয়নগরে আইএসএফ, সিপিএম করেন বলে গোটা গ্রাম ভেঙ্গে তছনছ করেছে।”

তৃণমূল পন্থী মুসলিমদের ভন্ড বলে দাবি করে শুভেন্দু অধিকারী বলেন, “আগে দক্ষিণ ২৪ পরগনাকে জাগতে হবে। এই জেলায় গ্রামের পর গ্রাম, বিশেষ করে আমাদের দলিত হিন্দু সম্প্রদায়কে কিছু গুন্ডা, মস্তান, পুলিশের সাহায্য নিয়ে এই জেলাকে মুক্তাঞ্চলে পরিণত করেছে। সব মুসলিম খারাপ নয়, রাষ্ট্রবাদী মুসলিম যারা, তারা আমাদের সাথে আছে। আর এরা কারা? এরা হলো ঘুষ খায়, সুদ খায়, জুয়া খেলে, সুরা পান করে, নমাজ পড়ে না, ধর্ম মানে না। নামটা মুসলিম, আর পুলিশকে সঙ্গে নিয়ে মমতার লেঠেল হিসেবে ভোট চুরি করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *