যারা আগে দুর্নীতিতে জড়িয়েছিল তারাই এখন বিজেপির লিডার, তাহলে তাদের গ্রেফতার নয় কেন? প্রশ্ন কুনাল ঘোষের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ ফেব্রুয়ারি: যারা আগে দুর্নীতির সঙ্গে জড়িয়ে ছিলেন তারা এখন বিজেপির লিডার, আপনাদের ছায়াসঙ্গী তাহলে কেন তাদেরকে আজ আপনারা গ্রেপ্তার করছেন না? বিজেপিকে প্রশ্ন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের।

কেন্দ্রের বিজেপি সরকার একসময় নারোদা ভিডিও দেখিয়েছিল। সেখানে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব দাবি করেছিলেন শোভন চ্যাটার্জি, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, শঙ্কুদেব পান্ডা, আর্থিক কেলেঙ্কারিতে জড়িত। তাদের গ্রেপ্তার হওয়া দরকার। আজ এখন তারা বিজেপির লিডার। এটাই পরিবর্তন। রবিবার নবদ্বীপ সরকারপাড়া মাঠে এই ভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র কুণাল ঘোষ। এরপর তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে উদ্দেশ্য করে বলেন, এখন তো এরা আপনাদের ছায়াসঙ্গী তাহলে আপনারা এদের গ্রেপ্তার করছেন না কেন? এটাই নাড্ডাজির পরিবর্তন। বাংলায় এরা আবার পরিবর্তন চাইছেন। বিজেপির রণনীতি বন্ধ ঘরের রণনীতি। কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ, অরবিন্দ মেমন, দিলীপ ঘোষ অমিতাভ চক্রবর্তী, রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, রাজীব ব্যানার্জি দশজন মিলে দরজা বন্ধ করে, জানলা বন্ধ করে গোপন রাজনীতি তৈরি করুন দু’ঘণ্টার মধ্যে তৃণমূলের যে কেউ ফোন করে জানিয়ে দেবে আপনারা বন্ধ ঘরে কি আলোচনা করেছেন। তারপর ঠিক করবেন আপনাদের রণনীতি।

এরপর শোভন দেব প্রসঙ্গে তিনি বলেন, গত তিন বছর ধরে শোভন পর্যবেক্ষণ করল বৈশাখীকে আর বৈশাখী পর্যবেক্ষণ করল শোভনকে। আর বিজেপি বলল তোমরা দুজন আমাদের পর্যবেক্ষক হয়ে যাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *