যারা তৃণমূলের হয়ে সন্ত্রাস করেছে, তারাই এখন বিজেপির ঝান্ডা ধরে বলছে সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে: মহম্মদ সেলিম

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: রাজ্যে কোনও কর্মসংস্থান হয়নি। এসএসসি চাকরি প্রার্থীরা ক্রমশ ক্ষুব্দ হয়ে আন্দোলনে নেমেছেন। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে পুলিশের পদ সবচেয়ে বেশি খালি পড়ে আছে। এখন ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের কথা বলছেন। রবিবার বিকেলে বরদা চৌকানে সিপিএমের এক সভায় দলের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম এই কথাগুলি তুলে ধরেন।

তিনি বিজেপিকে কটাক্ষ করে উত্তর প্রদেশের হাথরসে ধর্ষিতা দলিত তরুণীর কথা উল্লেখ করে বলেন, এরা সোনার বাংলা করবে। এতদিন ক্ষমতায় থেকে সোনার ভারত এরা করতে পারেনি। গুজরাটে বিজেপি ক্ষমতায় থাকাকালীন গণহত্যার প্রসঙ্গ তোলেন তিনি। রাজ্যে কয়লা পাচার, গরু পাচার, আমফান, কাটমানির টাকা সব তৃণমূল নেতাদের পকেটে ঢোকে বলে অভিযোগ করেন। পুলিশ অপরাধীদের পাহারা দিচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি।

মহম্মদ সেলিম বলেন, তৃণমূল সরকার আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। কিন্তু লাল ঝান্ডা মিথ্যে মামলা হামলাকে ভয় পায় না। ওরা মনে করেছিল আমাদের পার্টি কর্মীদের খুন করে শেষ করে দেবে কিন্তু লাল ঝান্ডা শেষ হবে না। যারা তৃণমূলের হয়ে সন্ত্রাস করেছে, পিস্তল ধরেছে, টাকা খেয়েছে, তারাই এখন বিজেপির ঝান্ডা ধরে বলছে রাজ্যে সন্ত্রাসের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে লড়তে হবে। চোর বলছে চুরি বন্ধ করতে হবে।
আমাদের প্রশ্ন বেকারদের কর্মসংস্থান হবে কি না। এর উত্তর বিজেপিও দেয়নি তৃণমূলও দিচ্ছে না।
দেশের সরকার যেমন কৃষিক্ষেত্রে তিনটি কালা আইন করেছে, তেমনি দেশের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। এই দিন সবার আগে রাধানগর থেকে বরদা পর্যন্ত মহামিছিল হয়। ওই মিছিলে মহম্মদ সেলিম ছিলেন। এদিন তিনি ক্ষীরপাই টাউন হলে সভা করেন এবং
ক্ষীরপাইতেও মহামিছিলে পা মেলান সিপিএম নেতা মহ: সেলিম। এছাড়াও ছিলেন পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অশোক সাঁতরা সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *