যারা হতশায় ভুগছে, যাদের কোনও কাজ নেই তারা কালো পতাকা দেখাচ্ছে: রাজীব

আমাদের ভারত, হাওড়া, ৮ ফেব্রুয়ারি: অনেক বলছেন আমি নাকি বটগাছের দুটি ঝরা পাতা, আবার কেউ বলছেন সমুদ্রের দুই ঘটি জল। তাহলে আমাকে নিয়ে এত আলোচনা কেন হচ্ছে। আসলে ওরা ভয় পেয়ে এইসব বলছে আর কালো পতাকা দেখাচ্ছে। যারা কালো পতাকা দেখিয়েছে তাদের কোনও কাজ নেই হতশায় ভুগছে সেই কারণে কালো পতাকা দেখিয়েছে।

সোমবার দুপুরে ফুলেশ্বরের মনসাতলায় বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল ত্যাগী বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সদর কার্যালয়ে আসার পর জেলা সভাপতি প্রত্যুষ মণ্ডলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, পরে তিনি দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন।

এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় প্রত্যুষ মন্ডলকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন, আমাদের এখন অনেক কাজ। বেকারদের কর্মসংস্থান এবং আরো বেশি করে উন্নয়ন। সকলে সমবেতভাবে একসঙ্গে এই কাজ করে যাব। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, হাওড়া সদরের মত হাওড়া গ্রামীণ জেলাতেও তৃণমূলে ধস নামবে এবং কয়েকদিন পরেই সেটা দেখতে পাওয়া যাবে। এদিন তিনি বলেন, তৃণমূল এখন প্রার্থী খুঁজে পাচ্ছে না সমাজের বিভিন্ন শ্রেণির লোককে তারা প্রার্থী হিসাবে খুঁজছে। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, তার সম্পর্কে যেরকম কু-কথা বলা হচ্ছে, আগামী দিনে জনসভা থেকে তার উত্তর দেবেন। তিনি বলেন, বিজেপি আমাকে দলে নেওয়ার পর আমাকে কোর কমিটির সদস্য করেছে। আমি কৃতজ্ঞ।

এদিকে হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূলের ধ্বস নামবে বলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাশাকে কটাক্ষ করেছেন করেছেন তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি পুলক রায়। তিনি বলেন, জেলার সর্বত্রই তৃণমূল কর্মীরা ঐক্যবদ্ধ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *