আশিস মণ্ডল, আমাদের ভারত, বোলপুর, ৮ আগস্ট: “পাপের রোজগার অত সহজে হজম করা যায় না।” শান্তিনিকেতনে বিশ্বভারতী আয়োজিত কবিগুরুর প্রয়াণ দিবস অনুষ্ঠান এসে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা সম্পর্কে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পরেই সিবিআইয়ের নজরে ছিলেন বোলপুরের বিধায়ক, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরেই তার বিভিন্ন ব্যাঙ্ক আকাউন্টে তল্লাশি চালিয়ে দেড় কোটি টাকার লেনদেনের হিসাব পায় তদন্তকারী অফিসাররা। দিন কয়েক আগে ফের চন্দ্রনাথ সিনহাকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়। কিন্তু সেদিন তিনি সশরীরে হাজির হননি। এরপরেই তার বিরুদ্ধে চার্জশিট জমা করে সিবিআই। সিবিআইয়ের আবেদনে রাজ্যপালও চন্দ্রনাথের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। ফলে চিন্তায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
এদিকে শুক্রবার কবিগুরুর প্রয়াণ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শান্তিনিকেতনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “তদন্ত হওয়া উচিত। রাজ্যপাল তো ছাড়পত্র দিয়েছেন। আপনারা তো চন্দ্রনাথকে চাঁদুদা বলে ডাকেন। চাঁদুদা এবার খেল দেখবেন। খেলা তো এখনও দেখেননি। শুধু চাঁদুদা নন, তৃণমূলের প্রচুর বিধায়ক, সাংসদরা যারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন। “পাপের রোজগার অত সহজে হজম করা যায় না। যেটা খেয়েছেন সেটা বমি করতে হবে।”