স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৭ ফেব্রুয়ারি: ইসলামপুর পৌরসভার নির্বাচনের তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে রাজ্য নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি জানিয়ে দেন, যারা টিকিট পাননি তাঁরা যদি নির্দল হিসাবে দাঁড়ান তা হলে তাঁদের সমর্থন করবেন তিনি।
ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় বিধায়কের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন তিনি। আব্দুল করিম চৌধুরী জানান, তিনি ৮ জনের নাম চূড়ান্ত করে পাঠিয়ে ছিলেন। তার মধ্যে মাত্র তিনজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, যে ৫ জন প্রার্থীর নাম তালিকায় আসেনি তারা যদি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করে তাদের তিনি সমর্থন করবেন বলে জানিয়েছেন। বাকি যে ৫ জন তৃণমূলের প্রার্থী থাকবে তাদের কোনও মতে সমর্থন করবেন না বলে জানিয়ে দেন তিনি।
পাশাপাশি তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে খোদ জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলে অভিযোগ আব্দুল করিম চৌধুরীর। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের।

