সাথী দাস, পুরুলিয়া, ১০ সেপ্টেম্বর: বিজেপি থেকে আগতদের বড় পদ দিয়ে ভোটের আগে চমক দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা হয়। আর সেই তালিকাতেই দেখা গিয়েছে বিজেপি থেকে সদ্য আসা বেশ কয়েকজনকে বড় পদে স্থান দেওয়া হয়েছে। দেখা গিয়েছে মাত্র কয়েক দিন আগে দলীয় পতাকা ধরানো হয় বিজেপি থেকে আসা কয়েকজন সদস্যকে। এটা যে বিজেপিকে ভাঙন ধরানোর অন্যতম কৌশল তা মনে করছে জেলার রাজনৈতিক মহল।
দীর্ঘ অপেক্ষার পর পুরুলিয়া জেলায় ঘোষণা হয় তৃণমূলের ব্লক ভিত্তিক কমিটি সহ জেলা কমিটি। ঘোষণা হয় পূর্ণাঙ্গ যুব তৃণমূল কমিটির পদাধিকারীদের নাম। আজ পুরুলিয়ায় সাংবাদিক বৈঠক করে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন দলের জেলা সভাপতি গুরুপদ টুডু। উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান শান্তিরাম মাহাতো এবং সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। এদিন যে কমিটির ঘোষণা করা হয় তাতে জেলার কুড়ি জন ব্লক সভাপতির মধ্যে ১৫ জনই রয়েছেন নতুন মুখ। এরমধ্যে তৃণমূল থেকে সদ্য আগত নেতাও রয়েছেন। জেলা স্তরের যে কমিটি গঠিত হয়েছে তাতে রয়েছেন ১৮ জন সহ সভাপতি, ৩৩ জন সাধারণ সম্পাদক, ৪৯ জন সম্পাদক, ৭৮ জন জেলা কমিটির সদস্য, এছাড়াও জেলা পরিষদের তৃণমূলের জয়ী সদস্যদেরও এই পদ দেওয়া হয়েছে। রয়েছেন ১ জন কোষাধ্যক্ষ রয়েছেন।
নতুন কমিটিতে বিপুল রদবদল প্রসঙ্গে জেলা তৃণমূলের তরফে বলা হয়েছে, কার্যকরিতার ভিত্তিতে এবার জেলা কমিটি ও ব্লক কমিটি তৈরি হয়েছে। তবে তৃণমূলের একটি অংশ থেকে প্রশ্ন উঠেছে মাত্র কয়েকদিন আগে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া দুই নেতার বড় পদ পাওয়া নিয়ে। জয়পুর ব্লকের সভাপতি হয়েছেন সদ্য বিজেপি থেকে আগত শঙ্কর নারায়ন সিং দেও। অন্যদিকে রঘুনাথপুর শহর কমিটির সভাপতি হয়েছেন বিষ্ণু চরণ মেহেতা। তিনিও কয়েক সপ্তাহ আগে বিজেপি থেকে যোগদান করেন তৃণমূলে। জেলা তৃণমূলে এই রদবদল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বেশ কিছু নেতা কর্মী। এনিয়ে জিজ্ঞাসা করা হলে জেলা তৃণমূল চেয়ারম্যান তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতো কোন মন্তব্য করতে রাজি হননি।
সহ সভাপতি রথীন্দ্রনাথ মাহাতো বলেন, কিছু ক্ষোভের কথা জানা গেলেও সার্বিক ভাবে দলের ভালো হবে এই কমিটির মাধ্যমে। জেলা সভাপতি গুরুপদ টুডু বলেন, “অনেক দিক খতিয়ে দেখে পদ দেওয়া হয়েছে। বিজেপি থেকে আসার পর ভাল পদ দিয়ে এই বার্তা দেওয়া হয়েছে যে বিজেপিতে থাকলেও তৃণমূলে এলে যোগ্য ব্যক্তিদের সম্মান দেন তারা। সব ক্ষেত্রেই দেখা হয় যোগ্যতা।” নতুন কমিটি গঠিত হবার পর দলের কর্মীদের লড়াইয়ের মানসিকতা অনেক বাড়বে বলে দাবি করেন গুরুপদবাবু।