আমাদের ভারত, ৬ জুলাই: পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বিভাজনকারী মন্তব্য করেছেন বলে অভিযোগ করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে ফিরহাদ হাকিমকে যে মন্তব্য করতে শোনা যাচ্ছে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিভাজনকারী মন্তব্য করার অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে বঙ্গ বিজেপির সভাপতি লিখেছেন, ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন সেটি অত্যন্ত নিন্দনীয়। সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেননি, তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন। আল্লাহকে খুশি করার উপায় হল ইসলামে ধর্মান্তরিত হওয়া। মন্ত্রীর মন্তব্য অত্যন্ত আপত্তিকর এবং বিভাজনকারী। এই ধরনের মন্তব্যে ধর্মীয় স্বাধীনতা এবং সাম্যের নীতি ক্ষুণ্ন হয়।
সুকান্ত মজুমদার যে ভিডিও পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, ফেজ টুপি পরে কোনো ধর্মীয় সমাবেশের মঞ্চে ফিরহাদ হাকিম মাইকের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তার পেছনেও বেশ কয়েকজন মুসলিম ব্যক্তি দাঁড়িয়ে আছেন। সেখানে তিনি বলছেন, “যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে ইমান নিয়ে এলে আল্লাহতাল্লাকে খুশি করা হবে। যারা ইসলাম ধর্মাবলম্বী নয়, তাদের মধ্যে ছড়াতে হবে ইসলামকে। ৪২ সেকেন্ডের ভিডিওতে তিনি আরো বলছেন, “নিজেদের শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছে, হাজার হাজার মানুষ বসে আছেন, তখন মনে হয় ইসলামের ঐক্য এক জায়গায় আছে, যেখানে কেউ কোনওদিন আমাদের দাবাতে পারবে না।”
সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিওটি বিজেপির অমিত মালব্যও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, গত ৩ জুলাই ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি ধর্মীয় অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে চরম তুষ্টির রাজনীতির জন্য তৃণমূলের অনুপ্রেরণা একটি ওপেন সিক্রেট। দলের নিরলস তুষ্টির রাজনীতি ফল দিয়েছে। ধারাবাহিক ভাবে নির্বাচনে জয় এবং ভোট পরবর্তী হিংসতা থেকে যা স্পষ্ট হয়েছে। টিএমসির জেসিবি দ্বারা প্রকাশ্যে একজন মহিলাকে চাবুক মারার নির্লজ্জ কাজটি শরিয়া আদালতের শাস্তির অনুরূপ এবং তৃণমূলের চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের নিন্দনীয় প্রতিরক্ষা, এই ধরনের কর্মকাণ্ডকে একটি ‘মুসলিম রাষ্ট্রে’ সাধারণ কাজ বলে দাবি করা ইতিমধ্যেই একটি রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে এবং তৃণমূলের আসল এজেন্ডাকে প্রকাশ করে দিয়েছে।
এখন তৃণমূলের বড় নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম প্রকাশ্যে ‘আল্লাহ’কে খুশি করার জন্য ‘দুর্ভাগ্যহীন অমুসলিমদের’ ইসলামে ধর্মান্তরিত করার জন্য নির্লজ্জভাবে সমর্থন করে এই ‘অন্তর্নিহিত এজেন্ডা’কে প্রকাশ্যে স্বীকার করেছেন। এই উজ্জ্বল ঘটনাগুলি একটি অশুভ ভবিষ্যতের ইঙ্গিত দেয়। যেখানে তৃণমূলের তুষ্টির নীতি আরও তীব্র হবে, সেই দিন খুব বেশি দূরে নয়, যখন পশ্চিমবঙ্গ সম্পূর্ণ রূপে ‘দিদির অনুপ্রেরণায়, অধীনে ‘মুসলিম রাষ্ট্রে’ রূপান্তরিত হবে।