আদালতে তোলা হচ্ছে জালনোট কাণ্ডে ধৃতদের 

জে মাহাতো, মেদিনীপুর ৭ জুলাই: বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির অন্তর্গত সাবড়া এলাকা থেকে ১লক্ষ টাকার জাল নোট সহ ধৃত দুই ব্যক্তিকে আজ মেদিনীপুর  আদালতে তোলা হচ্ছে। গতকাল তাদের গ্রেফতার করে জোড়াগেড়িয়া ফাঁড়ি ও বেলদা  থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সাবড়া গ্রামে হানা দেয় বেলদা থানা ও জোড়াগেরিয়া ফাঁড়ির পুলিশ। দীর্ঘক্ষণ ওঁৎ পেতে থাকার পর অভিযুক্তরা পুলিশের জালে ধরা দেয়। তাদের কাছ থেকে ২০০টি ৫০০টাকার নোট ও একটি বাইক উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের সঙ্গে বড় কোনো জাল নোট চক্র জড়িত আছে বলে আনুমান পুলিশের। সঠিক তথ্য  জানতে তদন্ত শুরু করেছেন পুলিশ অধিকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *