পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ অক্টোবর: আর হাতে গোনা কয়েক দিন পরই বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গা পুজো। সেই বিষয়টিকে গুরুত্ব দিতে সব জেলার পাশাপশি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের সবুজ সংঘ ক্লাবে জোর কদমে চলছে মণ্ডপ প্রস্তুতির কাজ। জানাগেছে, এবছর এই পুজো ৫৪ বছরে পদার্পণ করলো। প্রতি বছর থিমের চমক দিয়ে প্রথম হয়ে একাধিক পুরস্কার পায় এই ক্লাব। চোখ ধাঁধানো থিমের অনবদ্য দৃশ্য দেখে খুশি হয় দর্শনার্থীরা। প্রতিবছর থিমের পাশাপশি থাকে প্রতিমাতেও চমক।

এই বছর সবুজ সংঘ ক্লাবের থিম ‘PIRATES OF THE CARIBBEAN’। এই পুজোর বাজেট ২২ লাখ। পাশাপশি পুজোর দায়িত্বে রয়েছেন যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ দাম, শান্তনু পাল, সভাপতি রঞ্জিত সমাদ্দার, সুভাষ কর্মকার, মিঠুন চক্রবর্তী, সমরেশ সরকার, সুমন পাল প্রমুখ।


