Jalpaiguri, budget, এবছর জলপাইগুড়ি জেলা পরিষদের বাজেটে বাড়ানো হলো অর্থ বরাদ্দ

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৯ ফেব্রুয়ারি:গতবারের থেকে এবছর অর্থাৎ ২০২৪-২৫ সালের জলপাইগুড়ি জেলা পরিষদের বাজেট অধিবেশনে অর্থ বরাদ্দ বাড়ানো হল। বিভিন্ন উন্নয়ন মূলক কাজে গতবারের বরাদ্দ একশো কোটি টাকা ছিল, সেই অর্থ বাড়িয়ে এবছর তা একশো পাঁচ কোটি টাকা করা হয়েছে বলে বৃহস্পতিবার বাজেট অধিবেশনের পর জানালেন সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ। পূর্ত বিভাগে ও স্বাস্থ্যের পরিকাঠামো উন্নয়নে আরও জোর দেওয়া হয়েছে বলে দাবি।

সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগেই জেলা পরিষদের বাজেটে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে রাস্তা সংস্কার, এছাড়া স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে দাবি। এদিন জেলা পরিষদের হল ঘরে বাজেট প্রকাশ করা হয় পরিষদের সদস্য-সদস্যাদের উপস্থিতিতে। গ্রামের রাস্তা, কালভার্ট এছাড়া ছোট ছোট সেতু তৈরি করার উপর জোর দেওয়া হয়েছে।

অন্যদিকে পরিষদের নিজস্ব সম্পত্তি ও আয় বাড়াতে হাট সংস্কারের পাশাপাশি লাটাগুড়িতে টুরিস্ট স্পট করা হচ্ছে। পরিষদের অধীনে জেলায় গ্রামীণ এলাকায় ২৭টি হাট রয়েছে, সব হাট সংস্কারের পাশাপাশি সকলের সুবিধার্থে টিনের শেড করা হচ্ছে। বর্ষার সময় হাটে আসা সকলের অসুবিধে হয়। এছাড়া গয়েরকাটা হাট নতুন করে সংস্কার করে সেখানে টিনের শেড করা হচ্ছে। প্রত্যেক হাটে বাংলো কিংবা কমিউনিটি হল করা হবে। পরিষদের অনেক জমি দখল হয়ে আছে, সেগুলো উদ্ধার করতে জোর দেওয়া হয়েছে। কলকাতায় পরিষদের জলপাইগুড়ি ভবন রয়েছে। সেই ভবন থেকে আয় যেমন হয় তেমনি অনেকে চিকিৎসা করাতে গিয়ে সেখানে থাকতে পারেন। এই কারণে ভবনকে সংস্কার করে আরও আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

জেলা পরিষদের পূর্ত বিভাগের কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে অভিনব বাজেট হল। একাধিক উন্নয়ন মূলক কাজে অর্থ বাড়ানো হয়েছে।”

এদিকে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ বলেন, “গত বছরের থেকে এবছর বাজেটে অর্থ বরাদ্দ বেশি হয়েছে। একশো পাঁচ কোটি টাকার বাজেট হয়েছে। জেলার রাস্তা, স্বাস্থ্য সহ একাধিক উন্নয়ন মূলক কাজ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *