এই বছরে ব্যতিক্রমী ইদ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৪ মে:
রমজান মাসের ৩০ টি রোজা শেষ আজ। অপেক্ষার আর কিছুক্ষণ মাত্র! তারপরেই খুশির ইদ। জামা কাপড়ের দোকানদারদের বউনি না হওয়ার জন্য দোকান খুলছেন না অনেকেই। কিন্তু নতুন পোশাক নাইবা হলো। সরকারি নিয়ম মেনেই গৃহবন্দী থেকে এবছর ইদে বাড়তি পাওনা পারিবারিকবন্ধন। পরিবারের সকলে মিলে হাতে হাত লাগিয়ে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করা, আগামীকাল বিভিন্ন রান্নার মেনুর খানিকটা এগিয়ে রাখা, মেহেন্দি পরা সবটাই চলছে পুরোদমে।

বাইরে বেরিয়ে দলে দলে ফুচকা, চাউমিন, এগরোল খাওয়া, সেজেগুজে আত্মীয়স্বজনের বাড়ি যাওয়ার ঘাটতি হলেও সোশ্যাল মিডিয়ায় ভিডিও কলিং, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে তা পূরণ হবে বেশ কিছুটা। তবে আনন্দ একটাই পরিবারের সকল সদস্য রয়েছে বাড়িতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *