আমাদের ভারত, ৭ জুলাই: কসবা গণধর্ষণ কাণ্ডে এবার আতস কাঁচের তলায় সার্থক বন্দ্যাোপাধ্যায়। কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে আড়াল করার বিস্ফোরক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এবার সামাজিক মাধ্যমে এক্স-হ্যান্ডেলে ছবি ও তথ্যপ্রমাণ সহযোগে এই সার্থকের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে।
অভিযোগ, এই সার্থক বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেদেরই মদত রয়েছে মনোজিৎ মিশ্রের মতো ‘রাক্ষস’ তৈরির পিছনে। এদেরই হাত রয়েছে মনোজিৎ মিশ্রের মতো ‘দানব’-এর পিছনে। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার সোমবার সাংবাদিকদের সামনে বিষয়টির আলোকপাত করেন।
দেবজিৎ বলেন, যেভাবে ছাত্র রাজনীতির নামে বিভিন্ন কলেজে ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, অশিক্ষক কর্মচারীদের উপর ধারাবাহিকভাবে অত্যাচার চালানো হচ্ছে, তার আর একটি ঘটনা সামনে এসেছে। দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সার্থক ব্যানার্জি ও তাঁর ঘনিষ্ঠদের আশুতোষ কলেজে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।
কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনজিৎ মিশ্রের পেছনে এই সার্থক ব্যানার্জির নাম উঠে এসেছে। সরকারি জমির রেজিস্ট্রি পোর্টালে দেখা যাচ্ছে, অল্প বয়সেই সার্থক ব্যানার্জি নিজের নামে, বাবার নামে ও মায়ের নামে কলকাতার অভিজাত এলাকাগুলিতে এক ডজন সম্পত্তি কিনে ফেলেছেন। প্রশ্ন উঠছে, একজন কলেজ কেরানির ১৬-১৮ হাজার টাকার বেতনে এই সম্পত্তির মালিক হওয়া সম্ভব কী করে? এর পেছনে অর্থের উৎস কী, তা অজানা।