আমাদের ভারত, মালদা, ১৭ অক্টোবর: করোনার প্রকোপ এবার মালদা রামকৃষ্ণ মিশনের কুমারী পুজোতেও।মালদা রামকৃষ্ণ মিশনে এবার বন্ধ কুমারী পুজো। যাকে কুমারী করার কথা হয়েছিল সে এবং তার পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত। এছাড়াও মঠের কয়েকজন সদস্যও করোনায় আক্রান্ত। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি না নিয়ে এবছর বন্ধ থাকবে কুমারী পুজো তবে নিষ্ঠার সঙ্গে দুর্গা পুজো করা হবে।
কিন্তু অতিরিক্ত দর্শনার্থীদের যাতে ভিড় না হয় সে কারণে বাইরে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে প্রতিমা দর্শন ও পুজো দেখার ব্যবস্থা করা হবে। যদিও এখনও জায়েন্ট স্ক্রিন লাগানোর চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ডপ প্রাঙ্গণে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। পাশাপাশি এবার প্রসাদ বিতরণও বন্ধ থাকবে। করোনা আবহে তা করা সম্ভব হচ্ছে না। জানিয়েছেন মালদা রামকৃষ্ণ মিশন ও মঠের বর্তমান দায়িত্বপ্রাপ্ত সহকারি অধ্যক্ষ স্বামী দ্বিজেন্দ্রানন্দ মহারাজ।