আমাদের ভারত, ২১ ডিসেম্বর: বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা কোনভাবেই কমছে না। এবার বাংলাদেশের নাটোরে মন্দিরে খুন হলেন এক সেবাইত। হাত পা বাঁধা অবস্থায় সেবাইতের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে বাংলাদেশ পুলিশ ডাকাতি বলতে চাইলেও কেন বেছে বেছে মন্দিরেই হামলা, চুরি, ডাকাতি ও খুন হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাতের বেলায় তাকে খুন করা হয়েছে বলে অনুমান। সকালবেলায় দেখা যায় একটি বেঞ্চের সাথে ওই ব্যক্তির দেহ শক্ত করে বাধা ছিল। মৃত ব্যক্তির নাম তরুণ দাস। বয়স ৪৫ বছর। প্রায় ২৪ বছর ধরে তিনি রাতে এই মন্দিরেই থাকতেন।
নাটোরের কাশিমপুর শ্মশান কালী মন্দিরের সেবাইতকে খুনের ঘটনায় শোরগোল পড়েছে বাংলাদেশে। বেছে বেছে খুন করা হচ্ছে হিন্দুদের। সেবাইত খুনের ঘটনায় এই অভিযোগ তুলেছেন সে দেশের সংখ্যালঘুরা হিন্দুরা।
মন্দিরে লুটপাটও হয়েছে। মন্দিরে সংরক্ষিত বহু পুরনো আমলের কাঁসা, পিতল, তামার বহু মূল্যবান জিনিস চুরি গেছে। তাই এই ঘটনাকে ডাকাতি বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে। কিন্তু বেছে বেছে হিন্দুদের উপরে হামলার ঘটনা ঘটছে, দুষ্কৃতিদের তান্ডব চলছে শুধুমাত্র হিন্দু মন্দিরে, হামলা হচ্ছে হিন্দুদের বাড়িতে। ফলে এই ঘটনা কেবল ডাকাতি বলে মানতে চাইছেন না অনেকেই।