এবার বনগাঁয় পোস্টার পড়লো শুভেন্দু অধিকারীর নামে, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

সুশান্ত ঘোষ, বনগাঁ, ১৮ নভেম্বর: তৃণমূল যে আড়াআড়ি ভাবে ভাগ হচ্ছে তা এবার 
প্রকাশ্যে এল বনগাঁ শহরে। গাছে গাছে শুভেন্দু  অধিকারীর অনুগামীদের পোস্টার ব্যানার। তাতে লেখা  “দাদার হয়ে চলবো মোরা, দাদার হয়ে লড়বো। দাদার  হয়ে বলবো মোরা জিতবো মোরা, জিতব।” এমনই ব্যানার লিখে উত্তর ২৪ পরগনার বনগাঁ যশোর রোডে গাছে গাছে ঝুলিয়েছে শুভেন্দু অধিকারীর অনুগামীরা। 

তা দেখে তৃণমূলের এক অংশ ভ্রূ কোঁচকালও, এই প্রসঙ্গে  উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর 
গোপাল শেঠ বলেন, শুভেন্দু অধিকারী আমাদের দলের 
মন্ত্রী। সে ক্ষেত্রে বনগাঁ এলাকায় শুভেন্দু  অধিকারী  সঙ্গে  আমাদের অনেক ব্যানার আগে থেকেই লাগানো আছে। কিন্তু এখন কে বা কারা ফ্লেক্স লাগাচ্ছে আমার জানা নেইl তারা যদি দলের কর্মী হয়ে থাকে তাহলে সাধুবাদl শুভেন্দু অধিকারী এখনও আমাদের নেতা কিন্তু মমতা 
বন্দ্যোপাধ্যায়কে যখন ছেড়ে অন্য দলে যাবেন, তখন সেটা ভাবা যাবে। কিন্তু এখন এই  প্রসঙ্গে আমাদের কিছু  বলার  নেই l
 বারাসাত বিজেপির সাংগঠনিক জেলা নেতা দেবদাস 
মন্ডল বলেন,  তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফলে আগামীতে কোনও ভাল মানুষ ওই দলে থাকবেন নাl দেখুন না বিধায়ক কাউন্সিলররা কান্নাকাটি করছেনl তৃণমূল কংগ্রেস একটি কোম্পানি এটা পিসি ভাইপোর কোম্পানি। কোম্পানিতে কেন কর্মচারী হয়ে থাকবেন বলে কটাক্ষ 
করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *