নীল বনিক, আমাদের ভারত, ১৭ ডিসেম্বর: এবার বিধানসভার অধক্ষ্যের আতিথেয়তায় খুশি রাজ্যপাল জগদীপ ধনকর। এবার গেট বন্ধ ছিল না তার জন্য নির্দিষ্ট গেট খোলা ছিল। বিধানসভায় অধ্যক্ষের ব্যবস্থাপনায় আতিথেয়তা পেয়ে যথেষ্ট খুশি রাজ্যপাল।
রাজ্যপাল জানান, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রনে আজ বিধানসভায় এসেছেন। এদিন রাজ্যপালের জন্য বিধানসভার গেট খোলাছিল। যা দেখে খুশি হয়েছেন জগদীপ ধনকর। তবে, অধ্যক্ষ আমন্ত্রণ জানালেও তিনি ছিলেন না। না থাকলেও আয়োজনের কোনও ত্রুটি রাখেননি অধ্যক্ষ। রাজ্যপাল বলেন, বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ছিলেন না। তিনি দেরাদুনে গিয়েছেন একটি সেমিনারে।
প্রসঙ্গত, এরআগে গত ৫ ডিসেম্বর বিধানসভায় গিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু তার জন্য বরাদ্দ গেট বন্ধ ছিল। সেই ঘটনায় অপমানিত হয়েছিলেন জগদীপ ধনকর। বিধানসভায় তাকে স্বাগত জানাতে সরকার পক্ষের কেউ ছিলেন না। যা দেখে রাজ্যের রাজ্যপাল কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন রাজ্যপালের জন্য দরজা বন্ধ রেখে গণতন্ত্র হরণ করেছে সরকার। পাল্টা রাজ্যপালকেও একহাত নিয়েছিল তৃণমূল। রাজ্যের শাসক দল জানিয়েছিল রাজ্যপাল নাটক করতেই পায়ে হেঁটে বিধানসভায় প্রবেশ করেছে। ছবি তুলতেই রাজ্যপাল পায়ে হেঁটে বিধানসভায় প্রবেশ করেছিলেন বলে জগদীপ ধনকরকে আক্রমন করেছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি।
তবে এদিন রাজ্যপালের জন্য গেট খোলা থাকায় খুশি হয়েছেন জগদীপ ধনকর। তিনি বলেন, ঐতিহাসিক বিধানসভা আমি ঘুরে দেখলাম। স্পিকারের ঘর লাইব্রেরি সহ জায়গাতেই আমি গিয়েছি। আমার বিধানসভা ঘুরে ভালো লেগেছে। আমি প্রত্যেকের ব্যবহারে খুশি। তারপরেই রাজ্য সরকারের প্রতি রাজ্যপালের তাৎপর্যপূর্ন বার্তা সকলকেই গণতন্ত্র রক্ষায় কাজ করতে হবে।