বাড়ানো হল ব্যাঙ্কের সময়সীমা! এবার পরিষেবা মিলবে মাসের দুই শনিবারেও

রাজেন রায়, কলকাতা, ৪ সেপ্টেম্বর: একটা সময়ে হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং তাদেরই আত্মীয়-স্বজন ব্যাঙ্কে টাকা তুলতে ভিড় করায় ব্যাঙ্ক গুলিতে ছড়িয়ে পড়েছিল করোনা সংক্রমণ। ফলে মৃত্যুও হয়েছিল বেশ কয়েক জন ব্যাঙ্ককর্মীর। ফলে ব্যাংকের সময়সীমা কমাতে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন ব্যাংক কর্মীরা। সেই আবেদন মেনেই করোনা পরিস্থিতিতে কমিয়ে দেয়া হয়েছিল ব্যাংক এর সময়সীমা।

কিন্তু আনলক ফোর স্টেজে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে করোনা। সুস্থতার হারও অনেকটাই বেড়েছে। তাই নবান্নের তরফে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এখন থেকে প্রত্যেক মাসে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়া ব্যাঙ্ক খোলা থাকবে। শুধু তাই নয়, এখন থেকে দুপুর ২ টোর বদলে বিকেল ৪ টে পর্যন্তই খোলা থাকবে ব্যাঙ্ক। তবে গ্রাহকদের সমস্ত স্বাস্থ্যবিধি মেনে তবেই ব্যাঙ্কে প্রবেশ করতে হবে।

প্রসঙ্গত, ২০ জুলাই ঘোষিত সিদ্ধান্তে সপ্তাহে ৫ দিন পরিষেবা ঘোষণার পাশাপাশি সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ব্যাঙ্ক খোলা রাখার কথা হয়েছিল। তবে এবার সেই সিদ্ধান্তে বদল ঘটাল রাজ্য সরকার। জানিয়ে দেওয়া হল, আগের মতোই শনিবারও পরিষেবা পাবেন গ্রাহকরা। এর ফলে আরও বেশি সংখ্যক গ্রাহকরা তাদের প্রয়োজন মেটাতে ব্যাঙ্কে আসতে পারবেন। পরোক্ষে লাভ হবে রাজ্যের কোষাগারেরও। নতুন এই ঘোষণা স্বভাবতই খুশি গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *