এবার র‌্যাগিংয়ে নাম জড়ালো কৃষ্ণনগরের সরকারি স্কুলের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ সেপ্টেম্বর: এবার র‌্যাগিংয়ে নাম জড়ালো সরকারি স্কুলের। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের দ্বাদশ শ্রেণির ৫ ছাত্র, নিচু ক্লাসের ছাত্রদের পোশাক খুলে নেওয়া, ক্লাসে সিগারেট ধরানো, স্কুলে পিস্তল নিয়ে আসা সহ নানান ভাবে র‌্যাগিং করে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে আজ স্কুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। নিরাপত্তার জন্য সিকিউরিটির দাবি, অভিযুক্ত ৫ ছাত্রকে বহিষ্কার সহ নানান দাবি নিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা স্বীকার করে নেন যে, স্কুলে এরকম একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে। তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে মিডিয়াতে প্রচার হলে নামিদামি সরকারি স্কুলের বদনাম হবে বলে জানান প্রধান শিক্ষক।

অভিভাবকরা জেলাশাসককেও লিখিতভাবে জানান যে, ১৭৫ বছরের পুরনো সরকারি স্কুলে এই ধরণের ঘটনায় তাদের পুত্রসন্তানদের নিয়ে তারা আতঙ্কিত। অভিযুক্ত ছাত্ররা স্কুলে আসছে না। অন্যান্য অভিভাবকরাও ক্যামেরায় তাদের ক্ষোভের কথা বলতে ভয় পাচ্ছেন, কারণ তাদের সন্তানরা চিহ্নিত হয়ে যাবে বলে। গতকাল এক ছাত্র পিস্তল নিয়ে স্কুলে এক ছাত্রকে ভয় দেখায় তাও স্বীকার করেন প্রধান শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *