সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ নভেম্বর: একের পর এক কেলেঙ্কারির পর রেশন কেলেঙ্কারি নিয়ে সারা রাজ্য তোলপাড়। একের পর এক রাঘববোয়ালের নাম উঠে আসছে। ইডির জালে বেশ কয়েকজন। এরই মাঝে আয়কর দপ্তর হানা দিল বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের রাইস মিল, মদের দোকান, অফিস ও বাড়িতে।
আজ দুপুরে আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দেয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা বিধায়ক তন্ময় ঘোষের পারিবারিক রাইস মিল, অফিস, মেদের দোকান ও বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছে মিল ও বাড়িটি। বিষ্ণুপুরের অদূরে চূড়ামণিপুরে রয়েছে বিধায়কের রাইসমিল। বিষ্ণুপুরে মদের দোকান, বাড়ি ও অফিসে টানা তল্লাশির সাথে রাইসমিলেও তল্লাশি জারি রয়েছে।
বিধায়কের বাড়ি মদের দোকান ও মিলে হানার খবর রটতেই উৎসুক মানুষের ভিড় জমে যায়। বিগত বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তন্ময় ঘোষ। বিজেপির টিকিটে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। পরে তিনি বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরেন।