আশিস মণ্ডল, সিউড়ি, ১১ মে: ভুয়ো পোস্টারের পর এবার ভুয়ো চিঠি বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের বিরুদ্ধে। এবার রাষ্ট্রীয় স্বয়ং সেবকের লেটার হেড ব্যবহার করে সমাজ মাধ্যমে চিঠি ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি ভুয়ো চিঠির জবাব দিয়েছে আরএসএস।
প্রসঙ্গত, দিন দুয়েক আগে সিউড়ির বিজেপি নেতা কালোসোনা মণ্ডলের নামে একটি চিঠি প্রকাশ্যে আসে। চিঠিতে কালোসোনা মণ্ডল নাম দিয়ে বিজেপি প্রার্থীকে ভোট না দেওয়ার আবেদন জানানো হয়েছে। যদিও ওই চিঠিতে কালোসোনার কোন স্বাক্ষর ছিল না। এমনকি বিষয়টি জানতে পেরে তীব্র প্রতিবাদ করেছেন কালোসোনা মণ্ডল। এবার আরএসএসের লেটার হেড ব্যবহার করে চিঠি। ৪ মে তারিখ দিয়ে সমাজ মাধ্যমে ছাড়া ওই চিঠিতে স্বাক্ষর রয়েছে পশ্চিমবঙ্গ প্রচারক জলন্ধর মাহাতর নাম। বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে লেখা ওই চিঠিতে শেষে লেখা রয়েছে আপনার জেতার যেটুকু সম্ভবনা ছিল ধ্রুব এবং দেবাশিস মিলে সেটা নষ্ট করেছে। অর্থাৎ দলের বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা এবং প্রাক্তন আইপিএসের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি জানতে পেরে পাল্টা চিঠি ছেড়েছে আরএসএস। সংগঠনের বীরভূম বিভাগ সংঘচালক অশোক ঘোষ পরিস্কার জানিয়েছেন, সংগঠনের লেটার হেড ব্যবহার করে যে চিঠি ছড়ানো হয়েছে সেটা সম্পূর্ণ ভুয়ো। জলন্ধর মাহাত নামে সংগঠনের কোন প্রচারক পশ্চিমবঙ্গ তথা অন্য রাজ্যেও নেই। সংগঠন ভুয়ো চিঠির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
ধ্রুব সাহা বলেন, “বীরভূম লোকসভায় তৃণমূলের পরাজয় নিশ্চিত। সেই কারণে কখনও দলের নেতার নামে, কখন আরএসএসের নামে চিঠি ছড়িয়ে বিজেপির বদনাম করার চেষ্টা চলছে। আমরা এই নোংরামির তীব্র প্রতিবাদ করছি। ওদের পাশে মানুষ নেই। তাই ভুয়ো চিঠি ছেড়ে বাজার করার চেষ্টা করছে”।