সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৭ মে:
লকডাউনের দুই মাস পর গ্রিনজোন পুরুলিয়াতে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হলেন এক জন। মহারাষ্ট্র ফেরত এক পরিযায়ী শ্রমিকের দেহে মিলেছে করোনার জীবাণু। আর এতেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
করোনা আক্রান্ত পরিযায়ী শ্রমিকের বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর ১ ব্লকে। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি ওই ব্যক্তি মহারাষ্ট্র থেকে এই জেলায় আসেন। এরপরই নিয়ম মেনে তাঁর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রিপোর্ট মিলতেই বুধবার সকালে তা জেলা প্রশাসনের পক্ষ ঘোষণা করা হয়। জানা যায়, আক্রান্ত ওই শ্রমিকের সংস্পর্শে থাকা সবাইকে শনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।
ইতিমধ্যেই মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে কর্মরত ৩৫ হাজারের বেশি পরিযায়ী শ্রমিক পুরুলিয়ার পৌঁছেছেন ।
মঙ্গলবার রাতে দেওয়া জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৯,২০৯ জন। হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন অতিক্রান্ত করে ফেলেছেন ৩৭,১১১ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৬৯ জন। আইসোলেশনে আছেন ২৯ জন। নাকা পয়েন্টে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ৫৪,১৩৯ জনের। নমুনা পরীক্ষা হয়েছে ৮,৭৩৫ জনের।