“এ রাজ্য মৃত্যু উপত্যকা, এ কার্নিভাল মৃত্যুর কার্নিভাল,” কটাক্ষ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ৮ অক্টোবর: শনিবার যখন রেড রোডে কার্নিভাল ঘিরে চূড়ান্ত ব্যস্ততা তখন সেই কার্নিভালকে মৃত্যুর কার্নিভাল বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার কথায় এই রাজ্য মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।

সুকান্ত মজুমদার বলেন, “কার্নিভালে কোথাও মালবাজার ধুয়ে চলে গেল নদীর স্রোতে, কিছু মানুষ লাশ হয়ে ফিরে এলো। আবার ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হল, মানুষের মাথার উপর প্রতিমা ভেঙ্গে পড়ল।” দশমীর পর পর উত্তর-দক্ষিণ দুই বঙ্গেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দশমীর রাতে মাল বাজারে মাল নদীতে মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রতিমা নিরঞ্জনের সময় আচমকা নদীতে চলে আসে হড়পা বান। সেই সময়ে হাজার খানেক মানুষ ঘাটে ছিল। মানুষ তলিয়ে যায় নদীতে। ৮ জনের মৃত্যু হয়। ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পুরসভার তরফ থেকে মাল নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ। সেই কারণেই এই দুর্ঘটনা। এমনকি দুর্ঘটনার পর উদ্ধার কাজে প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছে।

শুক্রবার বিজেপির একটি প্রতিনিধি দল মাল বাজারে গিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে আহত ও নিহত পরিবারের সঙ্গে দেখাও করে। অন্যদিকে শুক্রবার রায়গঞ্জে কার্নিভালের ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছে বহু। কার্নিভাল প্রসঙ্গে বলতে গিয়ে এই বিষয়গুলির উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন তুলেছেন এইসবের মাঝেও কেন কার্নিভাল?

সুকান্ত মজুমদারের কটাক্ষ, চাকরি প্রার্থীরা যখন দিনের পর দিন অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, তখন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও সেই রায় উপেক্ষা করে তাদের সরিয়ে দিয়ে কার্নিভাল হচ্ছে। এই কার্নিভাল মৃত্যুর কার্নিভাল। এরাজ্য মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *