আমাদের ভারত, ২৭ আগস্ট: “ভারতীয় বাঙালি মুসলমানদের কি অন্য রাজ্যে বাংলা বলার ফলে হেনস্থা করা হচ্ছে। তা অল্পবিস্তর হতে পারে। কারণটা বুঝবার চেষ্টা করুন।”
এক্সহ্যান্ডলে এই মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি লিখেছেন, “বহুবার বলেছি, শুধু ‘বাঙালি’ বলে কিছু হয়? ‘বাঙালি হিন্দু’ ও ‘বাঙালি মুসলমান’ দুটো প্রায় আলাদা গ্রহের জীব। এদের শুধু নামকরণ ও ধৰ্ম আলাদা নয়, সমাজব্যবস্থা, রাজনীতি, খাদ্যাভ্যাস, বেশভূষা, ধর্মাচরণ, বিশ্ববীক্ষা সবই আলাদা – এমন কী ভাষা পর্যন্ত এক নয়।
বাঙালি হিন্দুরা পূর্ব পাকিস্তানে ও বাংলাদেশে বাঙালি মুসলমানের হাতে যে নির্যাতন ভোগ করেছে, এবং এখনো করছে, তার তুলনা পৃথিবীতে বিরল।
বাঙালি হিন্দুরা বিজেপি, কংগ্রেস, তেলুগু দেশম ইত্যাদি শাসিত রাজ্যে বহাল তবিয়তে আছে। যেহেতু ভারতীয় বাঙালি মুসলমান ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান (ঘুসপেট) পৃথক করা কঠিন, তাই ভারতীয় বাঙালি মুসলমানদের একটু টানাহ্যাঁচড়া হতে পারে। এটুকু সহ্য করতেই হবে। এটা হত না, যদি ভারতীয় বাঙালি মুসলমানরা ঘুসপেটদের চিনিয়ে বা ধরিয়ে দিতেন।”