Netherlands, Puja, দ্বিতীয় বর্ষে নেদারল্যান্ডস- এর “আলাপ সর্বজনীন”, প্রতিবেশী দেশ থেকে কাতারে কাতারে মানুষ ভিড় করে এই পুজোয়

সুরদীপ কানুনগো, আমাদের ভারত, নেদারল্যান্ডস, ৯ অক্টোবর: পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বছরের এই সময়টিতে আপামর বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসবের সূচনা হারে হারে টের পাওয়া যায়। ওলন্দাজের দেশ-ও তার ব্যতিক্রম নয়। উত্তর সাগরের তীরে অবস্থিত, ইউরোপ মহাদেশের এই ছোট্ট ভু- খন্ডটিতে প্রচুর বাঙালির বসবাসের দরুন প্রতি বছর বেশ কয়েকটি দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। তার মধ্যে, Utrecht রাজ্যে অবস্থিত, আমাদের “আলাপ সর্বজনীন” এর এবার দ্বিতীয় বছরে পদার্পন। তবুও কোথাও, আশ্বিনের মাঝামাঝি বাজনার মধ্যে একটি বিষাদের সুর কানে বেজে চলেছে।

কলকাতার প্রাণকেন্দ্রে, ঐতিহ্যবাহী হাসপাতালে ঘটে যাওয়া বর্বরচিত ঘটনার প্রায় ৬০ দিন অতিক্রান্ত, অথচ আমাদের উমার সঠিক বিচার এখনও দূর অস্ত। এদেশেও এবছর সেই বিষাদের প্রতিফলন বিদ্যমান। উৎসবের প্রাক্কালে Aalap এবং বাকি বাঙালি সংগঠনগুলির তরফ থেকে পদযাত্রার আয়োজন করা হয়েছিল। খাতায় কলমে আশ্বিন হলেও, পশ্চিম ইউরোপের এদিকে, শীতের আমেজ ভালই অনুভূত হয় এই সময়। তবু, সবকিছু উপেক্ষা করে, অঢেল ব্যস্ততার ফাঁকে, সমস্ত নেদারল্যান্ডসবাসী বাঙালি এই ৪টি দিন উৎসবে মেতে ওঠে। সর্বপরি, আলাপ- এর বৈশিষ্ট হলো আন্তরিকতা। বিদেশ বিভুঁই এ এই আন্তরিকতার ছোঁয়া পেতে, দেশের সব প্রান্ত থেকে, এমনকি প্রতিবেশী দেশ জার্মানি অথবা বেলজিয়াম থেকেও কাতারে কাতারে মানুষ ভিড় করে আলাপ এর প্রাঙ্গনে। এখানেই আলাপ এর সার্থকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *