এবার ২৪ তম বছরে পড়ছে মায়াপুরের ইস্কন মন্দিরের রথযাত্রা উৎসব

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ জুন: ২০২২ এ ইস্কন মন্দির পরিচালিত রথযাত্রা উৎসব ঘিরে ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে মায়াপুরের ইস্কন মন্দিরে ও রাজাপুর জগন্নাথ মন্দিরে। এ বছর ইস্কনের রথ যাত্রা চব্বিশ বছরে পা দিতে চলেছে।

গত দু বছর কোনওরকম আড়ম্বর ছাড়াই পালিত হয়েছিল রথযাত্রা। রবিবার মায়াপুর ইস্কন মন্দিরে মন্দির কর্তৃপক্ষ এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করেন। এবছরের রথ যাত্রা উৎসব ঘিরে তাদের সকল পরিকল্পনা ও অনুষ্ঠান সূচির বিস্তারিত বিবরণ দেন।

মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান,
এবছরও রথের সকল আচার অনুষ্ঠান সরকারি সকল করোনা বিধি মেনেই অনুষ্ঠিত হবে। এবছর রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত যে সকল সামাজিক ও ভক্তিমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা সমাধি মন্দিরের সামনে হবে।

রথের দিন বেলা ২ টোয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানী সুসজ্জিত রথে করে রাজাপুর থেকে ৫ কিমি পথ অতিক্রম করে মায়াপুর চন্দ্রোদয় ইস্কন মন্দিরে আসবে সন্ধ্যা ৭ টায়।

মন্দির কর্তৃপক্ষের দাবি, এবছর তাদের রথের প্রধান অতিথি বা মূল আকর্ষন বলরামের পুরীর রথের চাকা। তাদের কথায় প্রভু বলরাম ওই চাকার মাধ্যমেই তার উপস্থিতি ভক্তদের জানাবেন।
রথের ক’দিন ভক্তরা জগন্নাথদেব বা রথের পাশাপাশি এই চাকারও পূজা ও দর্শন করতে পারবেন।

গত দুবছর করোনার কারনে সেভাবে কোনও অনুষ্ঠান না হওয়ায় এবার প্রায় দু’লক্ষ ভক্ত সমাগম হবে বলে আশাবাদি মন্দির কর্তৃপক্ষ। অনুষ্ঠান সূচির মধ্যে থাকছে আগত সকল ভক্তদের জন্য বিনা মূল্যে প্রসাদের ব্যবস্থা ও ভক্তদের মধ্যে একটি করে চারা গাছ বিতরণ। প্রকৃতির ভারসাম্য যাতে বজায় থাকে, তার দিকেও লক্ষ্য থাকছে মন্দির কর্তৃপক্ষের। এই অনুষ্ঠান রাজ্য সরকারের বনদফতরের সহায়তায় হবে।

এছাড়াও মন্দির কর্তৃপক্ষ আরও জানান যে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত সমাগম হয় মায়াপুরে। আর রথ উৎসবে যাতে সবাই সুষ্ঠু ভাবে যাতায়াত করতে পারে তার জন্য তারা রেল দফতরের কাছে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ও হাওড়া থেকে নবদ্বীপধাম স্টেশন পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করার আবেদন জানিয়েছে।

পাশাপাশি সম্প্রতি ৩৪ নং জাতীয় সড়কের সংযোগস্থল চৌগাছা মোড় থেকে হুলোর ঘাট পর্যন্ত রাস্তা সংস্করণের যে কাজ শুরু হয়ে ছিল তা বর্তমানে চলছে। এখন এই কাজ চলাকালীন প্রশাসন হুলোর ঘাট থেকে তারিনপুর ঘাট রাস্তাটি সংস্কার করে দিয়েছে। আর ইস্কন কর্তৃপক্ষ জানায় আর যে কদিন রথের বাকী আছে তার মধ্যে আরও কিছুটা কাজও হয়ে যাবে, তাতে রথের ও ভক্তদের এখানে আসতে কোনও অসুবিধা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *