পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: গোটা দেশের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে ৭৮তম স্বাধীনতা দিবস পালন হলো। তবে এই প্রথম সরকারি অনুষ্ঠান বিশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হলো জেলায়।
কারণ বিগত দিনে দেখা গেছে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলাশাসক ও পুলিশ সুপার অভিবাদন গ্রহণ করেন পুলিশের। এরপর ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে জেলা কালেক্টরেটে পুলিশ সুপার ও জেলা শাসক কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন পুলিশ বাহিনীর দ্বারা। কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ বদলে গেল। এদিন দেখা যায় জেলাশাসক যখন পতাকা তুলছেন তখন মঞ্চে নেই পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ পুলিশের বেশ কিছু পদস্থ আধিকারিকরা। অন্যদিকে কুচকাওয়াজের প্যারেডে অংশ নেয়নি জেলার পুলিশের একটা বৃহৎ অংশ। একটা বাহিনী অংশ নিয়েছিল কিন্তু তারাও হঠাৎ মাঝপথে পরিসমাপ্তি ঘোষণা করে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলায়।
অন্যদিকে বক্তব্য রাখতে গিয়ে জেলার উদ্দেশ্যে ভাষণ সংক্ষিপ্ত করে দেন জেলা শাসক খুরশিদ আলী কাদরী।যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা প্রশাসন।
সূত্র মারফত জানাগেছে, জেলা পুলিশ লাইনেও স্বাধীনতা দিবসের আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশের তরফ থেকে।