পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: গাড়িতে সনাতনী ভজন শোনায় আক্রান্ত দুই। আহতরা ভর্তি কাঁথি মহকুমা হাসপাতালে। এই দৃশ্য বাংলাদেশের নয়, খোদ বাংলার বুকে ঘটেছে। তাও আবার অধিকারী গড়ে। নিজের সামাজিক মাধ্যমে ভিডিয়ো পোস্ট করে দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
শুভেন্দু অধিকারী নিজের পোস্টে দাবি করেছেন, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ওয়াকফ সংশোধনী বিল বিরোধী সভা চলছিল। সেই সময়ে ওখান দিয়ে যাচ্ছিল একটি গাড়ি। তাতে বাজছিল সনাতনী ভজন। তাতেই গাড়ির উপর চড়াও হন সভায় আসা লোকজন। কোনও প্ররোচনা ছাড়াই গাড়িটি ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ। চলে তাণ্ডবও। গাড়িতে থাকা যাত্রীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।
ভিডিয়োও পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, অভিযুক্তদের গ্রেফতার করতে ভিডিয়োটিই যথেষ্ট। কিন্তু এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি কাউকেই। বাংলাদেশে হিন্দু নিধনে সোচ্চার শুভেন্দু অধিকারী। একাধিক জায়গায় অরাজনৈতিকভাবে তিনি প্রতিবাদ চালাচ্ছেন। বাংলাদেশের এই অস্থিরতার মধ্যেই বাংলার এই ভিডিয়ো পোস্ট করে শোরগোল ফেললেন তিনি।