Civic, SDPO, Khargapur, “এই ঘটনার সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো যোগ নেই,” সিভিক উদয় রাও- এর মৃত্যু প্রসঙ্গে বললেন এসডিপিও

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: গত ১৬ ডিসেম্বর খড়্গপুর শহরে রাতে একটি চায়ের দোকানে চা পান করতে গিয়ে কয়েকজন মদ্যপ যুবকের সঙ্গে হাতাহাতি হয়েছিল স্থানীয় সিভিক ভলান্টিয়ার উদয় রাও- এর। ঘটনায় মাথায় চোট পেয়েছিলেন উদয়। তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে খড়্গপুর মহাকুমা হাসপাতাল, পরে সেখান থেকে ওড়িশার কটকের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। সেখানেই গত শনিবার মৃত্যু হয় তাঁর। মৃতদেহ ময়না তদন্তের পর খড়্গপুরে তার বাড়িতে এলে সেখানে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্বরা হাজির হয়। রবিবার সন্ধ্যায় বিজেপি কর্মীর সমর্থকদের নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হাজির হয়েছিলেন। শুভেন্দু অধিকারী এই কাণ্ডে-বিশেষ সম্প্রদায়ের যুবকরা জড়িত অভিযোগ করে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছিলেন। রীতিমতো প্রতিবাদী মিছিল করে এসে খড়্গপুর টাউন থানার সামনে বিক্ষোভ দেখিয়ে বিভিন্ন মন্তব্য করেছিলেন, যা সম্প্রদায়িক মন্তব্য বলে মনে করেছেন অনেকে।

এই ঘটনার পর নড়েচড়ে বসে শাসক দল। পুরো ঘটনায় পুলিশের প্রয়োজনীয় তৎপরতার অনুরোধ করে খড়্গপুর টাউন থানায় সোমবার দুপুরে হাজির হয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা। এরপর বিকেল সাড়ে চারটা নাগাদ সাংবাদিক সম্মেলন করে পুলিশের এসডিপিও ধীরাজ ঠাকুর বলেন, “এই ঘটনায় দুইজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। যারা হল বাবলু শ্রীবাস্তব, সেক শরফুদ্দিন। ফেরার হয়ে রয়েছে-সনু শঙ্কর, রোহন শঙ্কর, রওসন সাউ, মহ: জাভেদ। এই ফেরারদের অবস্থান চারটি রাজ্যে রয়েছে। চারজনের খোঁজে চারটি রাজ্যে পুলিশ গিয়েছে। এই ঘটনায় কোনো সাম্প্রদায়িকতার যোগ নেই। হিট অফ মোমেন্টে এই ঘটনা ঘটেছে। ফেরার হয়ে থাকা যুবকরা শীঘ্রই ধরা পড়বে। সেই সঙ্গে যে সিভিক ভলান্টিয়াররের মৃত্যু হয়েছে, তিনি আমাদের পরিবারের সদস্য৷ তার জন্য যা সহযোগীতা করার তা করা হবে৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *