আমাদের ভারত, ১০ জানুয়ারি: “ভয় ও বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। বাংলার মানুষ সব বুঝে গেছে, এবং ২০২৬ সালের নির্বাচন হবে তৃণমূল বনাম বাঙালির অস্তিত্বের লড়াই। এই সরকার বিদায় নেবে—এটা এখন শুধু সময়ের অপেক্ষা।” তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক নানা বক্তব্য ও নির্বাচন কমিশন সংক্রান্ত বিতর্কের প্রসঙ্গে শুক্রবার বিজেপি-র সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
এদিনের সংবাদ সম্মেলনে ছিলেন রাজ্য বিজেপি-র প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, ভারতীয় জনতা যুব মোর্চা, পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি ড: ইন্দ্রনীল খাঁ, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সামাজিক মাধ্যম শাখাপ্রধান কপিল পর্মার প্রমুখ।
কপিলবাবু বলেন, স্বামী বিবেকানন্দের দেখানো পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরন্তর বিকশিত ভারতের দিকে এগিয়ে চলেছেন। ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত রাষ্ট্রে পরিণত করতে হলে পশ্চিমবঙ্গের উন্নয়ন অপরিহার্য। এই বিবেক যাত্রার মাধ্যমে যুব সমাজকে ‘উঠো, জাগো এবং আত্মনির্ভর হও’—এই বার্তা দেওয়াই মূল লক্ষ্য। আগামী সোমবার প্রস্তাবিত ‘বিবেক যাত্রা’ পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে কাকদ্বীপ, মেদিনীপুর থেকে নদীয়া, নবদ্বীপ, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া—সমগ্র রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে। স্বামী বিবেকানন্দের জন্মভিটে, বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান থেকে শোভাযাত্রা শুরু হবে।

