Budget, Ashok Lahiri, সবার কথা চিন্তা করেই এই বাজেট তৈরি করা হয়েছে: অশোক লাহিড়ী

আমাদের ভারত, ১ ফেব্রুয়ারি: “এক কথায় বলতে গেলে প্রধানমন্ত্রী যেমন বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস’, ঠিক এমনই বাজেট হয়েছে। অর্থাৎ সবার কথা চিন্তা করেই এই বাজেট তৈরি করা হয়েছে।”

বৃহস্পতিবার বাজেট প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন অর্থনীতিবিদ তথা বিধায়ক অশোক লাহিড়ী। তিনি বলেন, “সব দিক থেকেই এই বাজেট পরিপূর্ণ এবং গত ১০ বছরে সমস্ত ক্ষেত্রেই এই বিকাশ লক্ষ্মনীয়। দেশে ‘দ্রুত বর্ধনশীল অর্থনীতি’। তাই দেশের অর্থনীতি এখন বিশ্বের তালিকায় পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছে।”

তিনি আরও বলেন যে, “দারিদ্র সীমার নিচে থাকা প্রায় ২৫ কোটি মানুষের আর্থিক অবস্থার উন্নতি ঘটানো হয়েছে। আর সবথেকে আনন্দের বিষয় হল, করের হার বাড়িয়ে সরকার খাজনা আদায় করছে। ঠিক একইভাবে রাজস্ব ঘাটতি কিন্তু বৃদ্ধি পায়নি। এর ফলে মুদ্রাস্ফীতি কম হচ্ছে। এই বাজেট অত্যন্ত মঙ্গলময় বাজেট, যার সুফল দেশের মানুষ আগামী দিনে পাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *