আমাদের ভারত, ৬ মার্চ: আজ সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, আমার মুন্ডু কেটে নিন, এর বেশি ডিএ দিতে পারব না। আর তাতেই বিজেপির রাজ্য সভাপতি কটাক্ষ করে বলেছেন মুখ্যমন্ত্রীর এই বাংলা আসলে বিশ্ব বাংলা নয়, বরং এটা নিঃস্ব বাংলা হয়ে গেছে তৃণমূলের আমলে।
ডিএ দেওয়া দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনের ধার ক্রমেই বাড়ছে। আর সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আজ বলেছেন, আমার মুন্ডু কেটে নিন এর বেশি ডিএ পাবেন না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, মুখ্যমন্ত্রীর উচিত বিশ্ব বাংলার লোগো মুছে নিঃস্ব বাংলা করে দেওয়া। তিনি বলেন, “বহুদিন ধরে এই রাজ্যের কর্মচারীরা বঞ্চিত। রাজ্য সরকারের ভাঁড়ে মা ভবানীর অবস্থা। আজ মাননীয়া মুখ্যমন্ত্রী নিজেই সেটা স্বীকার করে নিয়েছেন।”
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রের স্কেলে ডিএ দেওয়া তার পক্ষে সম্ভব নয়। কেন্দ্রের স্কেল আলাদা, আমাদের স্কেল আলাদা। এই ক্ষেত্রে সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন, কেন্দ্রের সাথে তুলনা না করলেও প্রশ্ন থাকে অন্যান্য রাজ্যগুলো তাহলে কি ডিএ দিচ্ছে? তার মানে আমাদের রাজ্যে কিছু গড়বড় রয়েছে।”
মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, পেনশন বন্ধ করে কি ডিএ দেবো? তার উত্তরে সুকান্ত মজুমদার বলেন, রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে নীতি নির্ধারণ করা। কিভাবে সরকার চলবে সেটা ঠিক করা। একদিকে বিশ্ব বাংলা এগিয়ে বাংলা বলছেন, অথচ সেই মডেলে উনি পেনশন স্কিম বন্ধ করার কথা বলছেন। যেখানে কেন্দ্রীয় সরকার ও অন্য রাজ্য সরকার নতুন নতুন পেনশন স্কিম আনছে।
একই সঙ্গে সুকান্ত মজুমদার বলেন, রাজ্য সরকার গত বছর প্রায় দশ হাজার কোটি টাকা শুধু মদ বিক্রি করে রোজগার করেছে। রাজ্য সরকার যদি মদ বন্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ছেড়ে দিন রাজ্য সরকারের কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যাবে।