স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া,১ এপ্রিল: রাজ্য জুড়ে চলছে ধরপাকড়, চলছে তল্লাশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো অস্ত্র ও বোমা উদ্ধার অভিযান চলছে পুলিশের।
এই কয়েকদিনে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। পাশাপাশি কয়েকদিন ধরে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল ডিস্পোজাল স্কোয়াডের কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে চাপড়া থানার সীমানগর এলাকায় একটি ফাঁকা জায়গায় ৩২টি তাজা বোমা নিষ্ক্রিয় করা হয় বলে জানা যায় পুলিশ সূত্রে।