করোনার থার্ড ওয়েব আসতে পারে ! উৎসবের মরশুমে আক্রান্তের গ্রাফ বাড়ায় আশঙ্কার কালো মেঘ

আমাদের ভারত, ২৯ অক্টোবর: করোনায় এবার থার্ড ওয়েবের আশঙ্কা উৎসবের মরসুমে। করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বাড়লো অনেকটাই। বেশ কিছুদিন ধরেই একটু একটু করে করোনা সংক্রমিতের সংখ্যা কম ছিল। কিন্তু বৃহস্পতিবার সেই সংখ্যা আবারও পৌঁছে গেল ৫০ হাজারের কাছাকাছি। মাত্র একদিনের মাথায় হুহু করে বেড়েছে সংক্রমণের হার।

দিল্লি শহর ভুগছে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায়। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন একদিনে আক্রান্তের সংখ্যা যদি ৫ হাজার টপকে যায় তাহলে করোনার থার্ড ওয়েভ ঘোষণা করা হবে। তার কথায়, “আমাদের উচিত এই সপ্তাহের হাওয়া কোন দিকে যায় সেটা বোঝার চেষ্টা করা। এখনই বলা মুশকিল আগামী সপ্তাহে কি ঘটতে চলেছে। যদি ফের করোনা আক্রান্তের সংখ্যা এভাবে প্রতিদিন বাড়তে থাকে তাহলে থার্ড ওয়েভ ঘোষণা করা হবে। গত সপ্তাহের দিল্লিতেকরণা আক্রান্তের সংখ্যা চার হাজারেরও বেশি ছিল। সেখান থেকে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ৪৮৫৩- বেশিতে। হঠাৎ করেই যখন করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে তখনই আমাদের মনে হয়েছিল আগামী দিনে হয়তো অন্য কিছু অপেক্ষা করে থাকতে পারে। তিনি বলেন একটু একটু করে যখন আক্রান্তের সংখ্যা কমে তখন কোন অস্বাভাবিক বিষয় নয়। কিন্তু হঠাৎই যদি গ্রাফ নিম্নমুখী হয়ে যায় তাহলে তা চিন্তার বিষয় হয়ে ওঠে।”

মঙ্গলবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৬ হাজার ৭৪০। বুধবার সেই সংখ্যা ৪৩ হাজার ৮৯৩। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা আরো বেড়ে হয়েছে ৪৯ হাজার ৮৮১। ফলে দেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮০ লক্ষ ৪০ হাজার ২০৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *