আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ মার্চ: চোরগুলো কিছু করেনি। গোটা গ্রামে আমফানের টাকা একজনও পায়নি। অথচ কুড়ি হাজার টাকা করে মোদিজী দিয়েছে। একশো দিনের টাকা তুলে নিয়েছে। কোন রাস্তা হয়নি, কোনো পুকুরে টালি পাইলিং নেই। কোথাও কিছু নেই। সত্তর লক্ষ শৌচালয় দিয়েছে ভারত সরকার। পুরো ২৭৮ নম্বর বুথে একটাও শৌচালয় নেই। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে নিজের বিধানসভায় বুথ সশক্তিকরণ কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করলেন স্থানীয় বিজেপি বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে উন্নয়ন যদি কারোর হয়ে থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির পরিবারের উন্নয়ন হয়েছে। এখানে কেউই বার্ধক্য ভাতা পায়নি৷ কোন স্কিমই সাধারণ মানুষ পায়নি। যদিও রেশনটা পায়, তাও পাঁচ কেজির জায়গায় পাঁচশো করে, এক কেজি করে রেশন কেটে নিচ্ছে। বলছে, পশ্চিমবঙ্গ সরকার লিফটিং এর জন্য ডিলারদের কমিশন দিতে পারে না। ডিলারদের তো কোনো দোষ নেই। তারা ট্রান্সপোর্ট করে নামাচ্ছে, লেবার দিয়ে লিফটিং করছে। তাদের লিফটিং এর পয়সাটা মমতা ব্যানার্জির ভিখারির সরকার দিতে পারে না। খেলা, মেলা, ঢপের চপ ‘রাস্তাশ্রী’ করবে তার কোন ফান্ড নেই। কিন্তু মমতা ব্যানার্জির ‘ছবি’টা টাঙাতে হবে। বড়ো ছবি, ছোট ছবি, মাইকিং, লিফলেট, শুধু ছবি, শুধু ছবি আর দাঁত কেলানো ছবি ছাড়া আর কিছু না।