স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ মে:
লকডাউন চলাকালীন ফের চুরির ঘটনা ঘটল রায়গঞ্জ পৌরসভার ২১ নং ওয়ার্ডে। মঙ্গলবার সৌরভ গুহর বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে পালানোর সময় স্থানীয় বাসিন্দারা হাতেনাতে এক যুবককে ধরে ফেলেন। এরপর গণপিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে শহরের বিভিন্ন প্রান্তে। স্থানীয় কাউন্সিলার কল্পিতা মজুমদার বলেন,”লকডাউনের মধ্যে বাইরের বহু মানুষের আনাগোনা বেড়েছে শহরে। কাজ বন্ধ অনেকেরেই। এই পরিস্থিতিতে চুরির ঘটনা বাড়ছে। পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।

