শান্তিপুরে ব্যাটারির দোকানে চোরের হানা, ৫০ হাজার টাকার সামগ্রী চুরি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩১ মার্চ: এবার কোনো গৃহস্থের বাড়ি নয়, ব্যাটারির দোকানে চোরের হানা। তাও আবার সদলবলে। রাতে দায়িত্বে থাকা নাইট গার্ডের চোখে ধুলো দিয়ে,নদিয়ার শান্তিপুরে
রাস্তার ধারে থাকা দোকান থেকে দু’ বস্তা আনুমানিক ৫০ থেকে ৬০টি ব্যাটারি চুরি করলো দুষ্কৃতিরা।
দোকান কর্তৃপক্ষ মনে করছে এর বাজার মূল্য ৫০০০০ টাকা। ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুরের শ্যামবাজার সংলগ্ন একটি ব্যাটারির দোকানে।

দোকানের কর্মচারী জানিয়েছে, আজ সকালে তিনি দোকান খুলতে এসে দেখেন গ্রিল খোলা, এরপর ভেতরে ঢুকে দেখেন দুটি বস্তার ভেতরে মজুদ করা ছিল পুরনো ব্যাটারি সেই বস্তা দুটি নেই। এছাড়াও দোকানের কাগজ পত্র চুরি গেছে বলে অভিযোগ করেন দোকানদার। পুলিশকে জানাতেই ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। এরপর চুরির ঘটনা খতিয়ে জানার চেষ্টা করে। তবে শান্তিপুরের প্রাণকেন্দ্রের মতো জায়গায় প্রকাশ্যে রাজপথের উপর এইভাবে চুরির ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে অন্যান্য দোকানদারদের মধ্যে। যদিও চুরির ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

নৈশ প্রহরী হিসেবে দায়িত্বে থাকা ব্যক্তি বলেন, তিনি ভোর পাঁচটা পর্যন্ত এ ধরনের অস্বাভাবিক ঘটনা কিছুই দেখেননি। তাহলে প্রশ্ন উঠেছে শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের প্রধান গেটের তালা ভেঙে, দোকানের বীভৎস্য ভারী ভারী সমস্ত ব্যাটারি গাড়িতে তোলা এত কিছু যখন হল তখন তিনি কোথায় ছিলেন? তবে আক্ষেপের বিষয় ওই এলাকায়, সেই অর্থে কোনো সিসি ক্যামেরা নেই। যদিও বা একটি সিসি ক্যামেরা আছে তাও আবার রাস্তার উপরে একটি বিজ্ঞাপন গেটের জন্য ঢাকা পড়েছে। এতেও ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী মহল।
তবে দোকান কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এর আগেও একবার এ ধরনের চুরি হয়েছে, তবে এবারে বড়সড়ো আকারের, যা সঙ্ঘবদ্ধভাবে করেছে বলেই মনে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *