আমাদের ভারত, ২৭ সেপ্টেম্বর: “তারা ভাল নেই, সরকার তাদের ভাল থাকতে দেবে না। ক্যাঁক করে ধরবে আর বাংলাদেশে ফেরত পাঠাবে।” শনিবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি লিখেছেন, “মমতার শেষ অস্ত্র, কল্পিত বাঙালি-বিরোধিতার বিরুদ্ধে প্রতিবাদ। এর থেকে হাওয়া বেরিয়ে যেতে আরম্ভ করেছে। রাহুল গান্ধীর ‘ভোট চুরি’ নিয়ে হাউ হাউ করারও একই অবস্থা। কারণ, যেই এই সব আজগুবি গল্প পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর কানে আসছে, অমনি তারা প্রবাসী আত্মীয়স্বজনকে ফোন করে জেনে নিচ্ছেন যে তাঁরা খুব ভাল আছেন।
বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের কথা আলাদা।”

