Suvendu, BJP, ওরা পশ্চিমবঙ্গকেও বাংলাদেশে পরিণত করতে চায়, মন্তব্য শুভেন্দু অধিকারীর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: ওরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করতে চায়। এদের রুখতে হবে বলে উপস্থিত জনতাকে সতর্ক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের দলীয় প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুরুতেই জনতার উদ্দেশ্যে বলেন, কথা দিচ্ছি, পনেরো মাস পরে
মুখ্যমন্ত্রীকে প্রাক্তন বানিয়ে ছাড়বো। আমি শুভেন্দু অধিকারী যা বলি তাই করি।

এই দিন আগাগোড়া তৃণমূলকে কড়া সমালোচনা করে বলেন, এই রাজ্যে এখন আর মা, বোন, বেটি, কেউ সুরক্ষিত নয়। আর জি কান্ড থেকে সদ্য ঘটে যাওয়া কালনার ছাত্রীর মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আর জি কর কান্ডের বদলা নেবেন না আপনারা?
তৃণমূলের প্রচারে আসা শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কীর্তি, বান্ধবী অর্পিতা সহ জেল হাজতবাস, বীরভূমের কেষ্টর চড়াম চড়াম হুঙ্কার আজ নরম হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এই বাংলাকেও বাংলাদেশ বানাতে চায়, দুর্গাপুজোর সময় ঘটে যাওয়া ঘটনা, কালীপুজোর কলকাতার বুকে ঘটে যাওয়া ঘটনায় উল্লেখ করেন তিনি।লোকসভায় বিজেপি প্রার্থী রেখা পাত্র সম্পর্কে ফিরহাদ হাকিমের মন্তব্য, “হেরো মাল” এর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওটা তৃণমূলের কালচার। আমিও তো মাননীয়াকে নন্দীগ্রামে হারিয়েছি, তা হলে তাকেও কি ওই ভাষায় সম্বোধন করবো? কিন্তু না। আমরা ভদ্র বাড়ির সন্তান। আমরা সনাতনী। আমাদের মুখে এই ভাষা বেরবে না। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ একাধিক রাজ্য ও জেলা নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *