আমাদের ভারত, ১০ সেপ্টেম্বর: প্রত্যাশিতভাবে বিপুল ভোটে জয়ী হয়ে দেশে নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এনডিএ প্রার্থী সিপা রাধাকৃষ্ণণ। ইন্ডিয়া জোটের প্রার্থী জয়কিশন রেড্ডিকে ১৫২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। আর এই উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোটের পরাজয় নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর কথায়, ওরা হেরেই খুশি থাকেন। এবারেও তাই হয়েছে।
এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ পেয়েছেন ৪৫২টি ভোট। সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০। ১৫২ ভোটের ব্যবধানে বড় জয় এসেছে এনডিএ শিবিরে। যার ফলে জগদীপ ধনখড়ের পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন রাধাকৃষ্ণন।
কিন্তু এই ভোট নিয়ে বিরোধী শিবিরে যারা ভোটাভুটির আগে থেকে তাদের জয় নিশ্চিত ভেবে লাফালাফি করছিলেন তারা এখন নীরব। সেই সঙ্গে ১৫টি ভোট কিভাবে এনডিএ প্রার্থীর ঝুলিতে গেল সেটা নিয়েও তারা এখন বিশেষ চিন্তিত। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, “জয় তো নিশ্চিত ছিলই। যার জেতার কথা সেই জিতেছেন। এর অন্যথা হয়নি। নয়া উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামী দিনে বিকশিত ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী হতে চলেছেন। আর বিরোধীরাও জানতেন যে, তাদের প্রার্থী হারবেন। আসলে ওদের হারতে মজা লাগে। ওরা এতেই খুশি। ২৪- এর নির্বাচনে এনডিএর কাছে হেরে রাহুল গান্ধী খুশি হয়েছিলেন। এবারেও হয়েছেন, আগামী দিনেও নির্বাচনে হেরে খুশি থাকবেন।
জয়ের জন্য সিপি রাধাকৃষ্ণণকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদীর মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সহ রাজনৈতিক নেতৃত্ব। ১২ সেপ্টেম্বর সকাল দশটা নাগাদ উপরাষ্ট্রপতি পদে শপথ নিতে চলেছেন সিপি রাধাকৃষ্ণন।
উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ পেয়েছেন ৪৫২টি ভোট। ইন্ডিয়া জোটের প্রার্থী সুদর্শন রেডি পেয়েছেন ৩০০টি ভোট। লোকসভা ও রাজ্যসভার সাংসদরা এই ভোটে অংশগ্রহণ করেছিলেন।