জয় লাহা, দুর্গাপুর, ২৮ আগষ্ট: ভোট-পরবর্তী হিংসার তদন্তে গিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সিবিআই প্রতিনিধিরা বাধার মুখে পড়ছেন। এর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তিনি বলেন, হাইকোর্টের রায়–ও এরা কার্যকর হতে দিতে চাইছে না। আসলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। শনিবার দুর্গাপুরে রাজ্য সরকারকে আক্রমণ করে এই কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। একই সঙ্গে ত্রিপুরায় তৃণমূলের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, নাটক করছে তৃণমূল।
ভোট পরবর্তী হিংসার ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। শনিবার সিবিআইয়ের প্রতিনিধিদের বেশ কিছু জায়গায় হেনস্থা করার অভিযোগ ওঠে। শনিবার দুর্গাপুরে এক কর্মসূচিতে এসেছিলেন সুভাষ সরকার। সিবিআইয়ের প্রতিনিধিদের হেনস্থা প্রসঙ্গে তিনি রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমন করে বলেন, “পশ্চিবঙ্গে গণতন্ত্র নেই। এটা দিনের পর দিন বলে আসছি। নির্বাচন পরবর্তী হিংসা যেভাবে হয়েছে। তারপর হাইকোর্টে রায়টা পর্যন্ত এরা কার্যকর হতে দিতে চাইছে না। এর পরবর্তী সময়টা আসবে, কোর্টের কাছে আরও একটা থাপ্পড় খাবে রাজ্য সরকার।’ তিনি বলেন, “ভোট পরর্বর্তী হিংসা সিবিআইয়ের মাধ্যমে প্রকাশ পাবে। হাইকোর্টে যাবে তার রিপোর্ট। তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে।’
এদিন ত্রিপুরায় তৃণমূলের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, “নাটক করছে তৃণমূল। যারা পার্লামেন্টে মার্শালদের মারধরের চেষ্টা করে। আর চিৎকার করে মাটিতে শুয়ে অজ্ঞান হওয়ার নাটক করে। তারা নিজেরাই নিজেদের মেরে ত্রিপুরায় নাটক করছে।”

