“এগুলো মেঠো রাজনীতির বিষয় নয়,“ নাম না করে মমতাকে তোপ তথাগতর

আমাদের ভারত, কলকাতা, ১০ ফেব্রুয়ারি: অর্থনৈতিক বিশেষজ্ঞদের দিয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘অর্থহীন বক্তব্য’ খণ্ডন করার আর্জি জানালেন প্রাক্তন রাজ্যপাল তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথাগত রায়।

তথাগতবাবু শুক্রবার টুইটারে লিখেছেন, “শেয়ার বাজারের ওঠানামা, সরকারি সংস্থার বেসরকারীকরণ, এগুলো মেঠো রাজনীতির বিষয় নয়। পশ্চিমবঙ্গ বিজেপির উচিত, অর্থনৈতিক বিশেষজ্ঞ (যেমন সর্বদমন রায়, ডঃ অম্বুজ মহান্তি, ডঃ ধনপত রাম আগরওয়াল) দিয়ে মাননীয়ার অর্থহীন আবোলতাবোল বক্তব্য খণ্ডন করা।”

অপর একটি টুইটে লিখেছেন, “এলআইসি, স্টেট ব্যাঙ্ক পরিষ্কার করে বলেছে আদানীকে দেওয়া তাদের ঋণ তাদের দেওয়া পুরো ঋণের তুলনায় ছিটেফোঁটা। এই নিয়ে আর্থিক জগতে কারোর কোনো হেলদোলও নেই। কিন্তু মাননীয়া করেন কি? তাই পথে পথে বলে বেড়াচ্ছেন সব বেচে দিল, বেচে দিল, লোকের সর্বনাশ করে দিলো-ও-ও-ও !

প্রতিক্রিয়ায় জনৈক অভিজিৎ বোস লিখেছেন, “একটি গোটা দেশের কেন্দ্রীয় সরকার পর্যন্ত পড়ে যাচ্চিলোওওও !” তারপর একজন বাবা লোকনাথের পেছনের কাঠের তক্তাটি চেয়ে নিয়ে দেশটিকে পতনের থেকে কোনওক্রমে ঠেকিয়ে দিলেন।

নীল মুখার্জি নামে এক নেটনাগরিক লিখেছেন, “মফস্বল ও গ্রামীণ অঞ্চলগুলিতে থাকা স্বল্পশিক্ষিত বা নিরক্ষর মানুষদের মনে যেখানে এখনো কয়েক বছর আগের “চিটফান্ড”কোম্পানিগুলো ডুবে যাওয়ার স্মৃতি টাটকা, মূলত তাদের মনে সরকারি ব্যাংক বা এলআইসি সম্পর্কে ইচ্ছে করে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে না তো? যাতে আবার “সুদীপ্ত সেন”রা জন্মাতে পারে।“

তথাগত রায় লিখেছেন, “ভুল। যা-ই করুন, প্রলাপ কখনোই বন্ধ হবে না, কারণ বলার কিছু নেই। চাকরি চুরি, কয়লা চুরি, পাথর চুরি, বালি চুরি যার সরকারের সঙ্গে ওতপ্রোত হয়ে আছে তার কী–ই বা বলার থাকবে? তবু বিশেষজ্ঞদের মতামতটা জনসাধারণকে জানাতে হবে, ওঁর বাজে বকার প্রতিবাদ করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *