নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ মার্চ:
করোনার আতঙ্কে এবার শুরু হল কলকাতার থানগুলিতে থার্মাল স্ক্রিনিং। বৃহস্পতিবার কলকাতার পাটুলি থানায় প্রথম থার্মাল স্ক্রিনিং শুরু করল কলকাতা পুলিশ। যদিও বুধবার থেকে লালবাজারে শুরু হয় এই থার্মাল স্ক্রিনিং। আর আজ পাটুলি থানায় শুরু হল এই ব্যবস্থা। পাটুলি থানায় প্রথম কর্তব্যরত পুলিশ কর্মীদের এই টেষ্ট শুরু হয়। তারপর থানায় আসা মানুষকে টেষ্ট করিয়েছেন পু্লিশ কর্মীরা।
লালবাজার সূত্রের খবর, আগামী দিনে পাটুলি থানার পাশাপাশি কলকাতার সব থানায় এমন পরীক্ষা করা হবে। লালবাজারের কর্তারা মনে করছেন প্রতিদিন প্রচুর মানুষ তাদের সমস্যা নিয়ে আসেন থানায়। আর থানায় যদি বিনাটেষ্টে করোনায় আক্রান্ত কেউ প্রবেশ করে তাহলে সমূহ বিপদ। তাই আগে ভাগে কলকাতার উর্দিধারীদের মধ্যে করোনার ভাইরাস আটকাতে ব্যাবস্থা নেওয়া শুরু করল লালবাজারের কর্তারা।